আন্তর্জাতিক ডেস্ক: বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে কানাডার টরেন্টোতে। এ ঘটনায় একটি বিমানের লেজে আগুন ধরে যায়। শুক্রবারের এ ঘটনায় আতঙ্কিত আরোহীরা জরুরি পথ দিয়ে বিমান থেকে নেমে পড়ে। খবর এএফপি।
ওয়েস্ট জেট ও সানউইং বিমান কোম্পানির পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
টরেন্টোর পিয়ারসন অান্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দরটিতে পাঁচ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটল।
ভিডিও ফুটেজে সানউইংয়ের বিমানের লেজে আগুন জ্বলতে দেখা গেছে।
ওয়েস্ট জেট কোম্পানির পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ‘ওয়েস্ট জেট নিশ্চিত করছে যে বোয়িং ৭৩৭-৮০০ ডব্লিউএস২৪২৫ বিমানটি ১৬৮ যাত্রী ও ছয় ক্রু নিয়ে কানকুন থেকে টরেন্টো পিয়ারসনে যাওয়ার জন্য উড্ডয়নের জন্য অপেক্ষা করছিল। এ সময় সানউইংয়ের একটি বিমান পেছন থেকে এটাকে ধাক্কা দেয়।’
এতে কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ না করে আরো বলা হয়, যাত্রীদেরকে নিরাপদে টার্মিনাল দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস