শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৩১:২৩

যুক্তরাষ্ট্রে বম্ব সাইক্লোনের তাণ্ডবে নিহত ১৮

যুক্তরাষ্ট্রে বম্ব সাইক্লোনের তাণ্ডবে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বহু এলাকা ঢেকে গিয়েছে বরফের চাদরে। দেশটির পূর্ব উপকূলে দাপট দেখাচ্ছে ‘বম্ব সাইক্লোন’। নতুন বছরের প্রথম সপ্তাহে নতুন করে আশঙ্কার মেঘ দেখছে মার্কিন মুলুক। বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিসি নিউজ জানায়, সাইক্লোনের তাণ্ডবে ৪০ থেকে ৬০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছে। উত্তর-পূর্ব আমেরিকার তাপমাত্রা চলতি সপ্তাহে মঙ্গল গ্রহের চেয়েও বেশি ঠাণ্ডা হয়েছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, দেশটির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

নতুন দুর্যোগের জেরে ৩ হাজারের বেশি বিমান বাতিল করা হয়েছে। নিউ হ্যাম্পশায়ারে তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কয়েকদিন আগেও মঙ্গলে যে সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে তার চেয়েও এটি কম বলে দাবি করা হয়েছে।

পাঁচটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।

তবে শুধু পূর্ব উপকূলই নয়, দক্ষিণ-পূর্ব উপকূলেও বম্ব সাইক্লোনের দাপট দেখা গিয়েছে। দক্ষিণ-পূর্বের এলাকাও পুরু বরফে ঢেকে গিয়েছে। কিছু এলাকায় ১৫ থেকে ২০ ইঞ্চি বরফ পড়েছে। ১৯৮৯ সালের পর একদিনে এতো বরফ আগে পড়েনি।

ফ্লোরিডা, জর্জিয়ায় পুরু বরফ ঢেকে গিয়েছে সর্বত্র। ঠাণ্ডায় কাঁপছে গোটা দেশ।

নর্থ ক্যারোলিনায় ও টেক্সাসে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জনসহ গত এক সপ্তাহে ঠাণ্ডার জেরে দেশটিতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে