শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ১১:২১:১১

নাগরিকদের মূল্যস্ফীতি ভাতা প্রদানের নির্দেশ সৌদির বাদশাহর

নাগরিকদের মূল্যস্ফীতি ভাতা প্রদানের নির্দেশ সৌদির বাদশাহর

আন্তর্জাকিত ডেস্ক: সৌদি আরবে নতুন ভ্যাট প্রথা কার্যকর করার পর দ্রব্যমূল্যের সম্ভাব্য উর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবেলায় নাগরিকদের মূল্যস্ফীতি ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ। আজ শনিবার স্থানীয় গণমাধ্যমের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। খবর সিনহুয়া’র।

তিনি সরকারি সেক্টরে কর্মরতদের জন্য ১ জানুয়ারি থেকে বার্ষিক অনুদান প্রদানেরও নির্দেশনা দেন। সৌদি প্রদত্ত ভাতার মধ্যে রয়েছে- এক বছরের জন্য বেসামরিক ও সামরিক কর্মচারীদের জন্য ২৬৭ মার্কিন ডলার মাসিক ভাতা এবং দেশটির দক্ষিণ সীমান্তে সামরিক অভিযানে সম্মুখ সারিতে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর সদস্যদের জন্য এক হাজার ৩৩৩ মার্কিন ডলার পুরস্কার।

সুবিধাভোগীদের জন্য এক বছরের জন্য সামাজিক সাধারণ বীমা প্রতিষ্ঠান প্রদত্ত পেনশনের অতিরিক্ত আরো ১৩৩ মার্কিন ডলার প্রদান করা হবে। ওই নির্দেশে নাগরিকদের বেসরকারি স্বাস্থ্য সেবা ও শিক্ষা খাতের ভ্যাট রাষ্ট্রের বহন করার কথাও বলা হয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে