রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ১২:৫৪:৩২

মেয়ের গলাধাক্কায় দুই বুড়ো-বুড়ি শীতে কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে!

মেয়ের গলাধাক্কায় দুই বুড়ো-বুড়ি শীতে কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে!

আন্তর্জাকিত ডেস্ক: থাকার জায়গার অভাবে বাধ্য হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন বৃদ্ধ বাবা-মা। প্রথমে থাকার জায়গা দিলেও দিনকয়েক পর গলাধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন ওই দম্পতির মেয়ে। পরবর্তীতে শীতে কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন দুই বুড়ো-বুড়ি। এখন ভারতের কর্ণাটকের হুবলির একটি বাস স্ট্যান্ডে অবস্থান করছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, ৯০ বছর বয়সী সূর্যকান্ত ও তার ৮০ বছর বয়সী স্ত্রী কমলা লক্ষমেশ্বরারের বাসিন্দা। মাথা গোঁজার জায়গা না থাকায় হুবলিতে যান। প্রথম কয়েকদিন মন্দিরে কাজ করেন, এরপর যান মেয়ের বাড়ি। কিন্তু মেয়ে বের করে দেয়ায় দুই দিন বাস স্ট্যান্ডেই কাটিয়েছেন।

পরবর্তীতে তাদের শীতে কাঁপতে দেখে এক অটো চালক ও বাস কর্মীরা তাদের এলাকার একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু পরিচয়পত্রের অভাবে তাদের ঠাঁই দেয়নি বৃদ্ধাশ্রমটি। তাই আবারও বাস স্ট্যান্ডেই জায়গা হয়েছে তাদের।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে