আন্তর্জাকিত ডেস্ক: চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ নভোচারী জন ইয়ং। দীর্ঘ দিন নিউমোনিয়া রোগে ভোগার পর শুক্রবার ৮৭ বছর বয়সে তিনি মারা যান।
নাসার প্রধান রোবার্ট লাইটফুট এ তথ্য নিশ্চিত করেন করেন । তিনি জানান, ইয়ং প্রথম নভোচারী যিনি জেমিনি, অ্যাপোলোসহ শাটল মহাকাশযান পরিচালনা করেন। ইয়ং তার জীবনে ৬বার সফলভাবে নভোযান পরিচালনা করেন। ১৯৬৯ সালে অ্যাপলো ১০ মিশন পরিচালনায় সহযোগী ছিলেন এবং ১৯৭২ সালে ১২ জন নভোচারী নিয়ে প্রথমবার সফলভাবে চাঁদে অবতরণ করেন জং ইয়ং।
পরবর্তীতে মহাকাশ গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে জানান নাসার প্রধান। এছাড়াও নাসা ও পৃথিবী একজন পথ প্রদর্শককে হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি । ২০০৪ সালে অবসরের মাধ্যমে শেষ করেন ৪২ বছরের ক্যারিয়ার। জন ইয়ং ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সসিকোতে জন্মগ্রহণ করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস