রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৭:৪৬

৯২ বছরে ফের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন মাহাথির মোহাম্মদ

৯২ বছরে ফের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: ফের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তাও আবার ৯২ বছর বয়সে। দেশটির আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য লড়বেন তিনি।

রোববার দেশটির বিরোধী দলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো । খবর রয়টার্স।

মাহাথির মোহাম্মদ দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। কিন্তু এখনো মালয়েশিয়ানদের মধ্যে তার প্রভাব অক্ষুণ্ণ রয়েছে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমালোচনা করে আসছেন। নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও তিনি বারবার অস্বীকার করেছেন।

প্রধানমন্ত্রী নাজিব প্রশাসনে তার সমালোচকদের সরিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদও হয়েছে। প্রতিবাদে মাহাথির মোহাম্মদও অংশ নিয়েছেন।

এর আগে মাহাথির বলেন, তিনি ফের প্রধানমন্ত্রী হতে চান না। কিন্তু আগামী  নির্বাচনে তিনি বিরোধীদের নেতৃত্ব দেবেন যদি সব দল সম্মত হয়। আর যদি বিরোধী দল জয়ী হয় তাহলে অন্য কোনো প্রার্থী না পাওয়া গেলে প্রধানমন্ত্রী পদে তিনি আবার বসবেন। তবে প্রধান শর্ত, সবাইকে একমত হতে হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে