রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৮:০৮:১৮

ইরানে সরকার বিরোধী বিক্ষোভের উল্টো ফল, আরো বেড়েছে সরকারের জনপ্রিয়তা

ইরানে সরকার বিরোধী বিক্ষোভের উল্টো ফল, আরো বেড়েছে সরকারের জনপ্রিয়তা

আন্তর্জাকিত ডেস্ক: বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে রবিবার পঞ্চম দিনের মতো দেশজুড়ে মিছিল করেছে ইরানি জনগণ। মাশহাদ, শাহরেকুর্দ, কাজভিন, তাকেস্তান, অবিক, বুয়িন যাহরা, গুনবাদ, মাহাবাদ, রাশ্‌ত ও ইয়াযদসহ বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

মাশহাদ ও শাহরেকুর্দে তুষার উপেক্ষা করেই হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেয়। সোমবারও বিভিন্ন শহরে মিছিল হবে বলে খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেয়া লোকজন বলেছেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। তারা বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দেয়ার জন্য আমেরিকা ও ইসরাইলকে দায়ী করেছেন।

মিছিলে অংশ নেয়া লোকজনের প্রধান প্রধান স্লোগানের মধ্যে ছিল- 'আমেরিকা নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক' এবং 'সর্বোচ্চ নেতার জন্য জীবন দিতেও প্রস্তুত আমরা'। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে ইরানের বিভিন্ন শহরে একই ধরনের মিছিল-সমাবেশ হলো।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেছে। এ সময় ইসলামের শত্রুদের উসকানিতে কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে।

এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার পোস্ট দিয়েছেন। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে