রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৮:২১:৫১

চীনে দুই জাহাজে সংঘর্ষ, দুই বাংলাদেশীসহ নিখোঁজ ৩২

চীনে দুই জাহাজে সংঘর্ষ, দুই বাংলাদেশীসহ নিখোঁজ ৩২

আন্তর্জাকিত ডেস্ক: চীনের পূর্ব উপকূলে একটি তেলের ট্যাঙ্কারের সাথে মালবাহী জাহাজের সংঘর্ষে ৩২ নাবিক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে দু'জন বাংলাদেশী। নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত ৮টার দিতে সাংহাই উপকূল থেকে ১৬০ মাইল দূরে পানামার তেল ট্যাঙ্কারের সাথে হংকংয়ের বাল্ক ফাইটারের সংঘর্ষ হয়। এ সময় তেল ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর বাল্ক ফাইটারের ২১ নাবিককে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন তেল ট্যাঙ্কারের ৩২ জন।

চীনা সরকার জানিয়েছে, তেল ট্যাঙ্কারে থাকা নিখোঁজ ৩২ জনের মধ্যে ৩০ জন ইরানি এবং বাকি দু'জন বাংলাদেশী নাগরিক।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সমুদ্রে একটি জাহাজে আগুন জ্বলছে। চারদিক কালো ধোঁয়ায় আচ্ছ্ন্ন।

সিনহুয়া জানায়, ট্যাঙ্কারের নিখোঁজ নাবিকদের উদ্ধারে চীনা কর্তৃপক্ষের আটটি নৌযান এবং দক্ষিণ কোরিয়া কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি উড়োজাহাজ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, তেল ট্যাঙ্কারটি ইরানি কোম্পানির। এটি নয় শ' ফুট দীর্ঘ। ট্যাঙ্কারটিতে ১৩৬,০০০ মেট্রিক টন তেল বহন করা যায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে