সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ১২:২৩:২৪

জনসভায় কালেমা পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জনসভায় কালেমা পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী। একনিষ্ঠ এবং একরোখা নেত্রী হিসেবে সবাই চিনে থাকেন তাকে।  উচিত কথায় কাউকে ছাড় দেন না এই নেত্রী। অনেক জনসভাতেই উচিত কথা বলে আলোচিত-সমালোচিত হয়েছেন কংগ্রেসের এই নেত্রী।

এবার বর্ধমানের এক জনসভায় কালেমা পড়ে বিতর্কিত হয়েছেন এই নেত্রী। তবে শুধু কালেমাই নন, সঙ্গে খ্রিষ্টীয় ধর্মাবলম্বী ও বৌদ্ধ ধর্মীয়দেরও নিয়েও তিনি মন্তব্য করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক।'

তবে ভিডিওটি নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সংশয় দেখা দিলেও পুরো ভিডিওটা দেখলে বোঝায় যায় যে তিনি সব ধর্মের মানুষের সান্তই কামনা করেছেন তবে কালেমা পড়ার বিষয়টি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আপত্তিকর থেকেই যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে