সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৮:২৮

‘ইংরেজি’ নিষিদ্ধ করল ইরান

‘ইংরেজি’ নিষিদ্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইংরেজি শেখার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইরান সরকার। দেশটির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষা পরিষদের প্রধান মেহেদী নাভিদ আধম। তিনি জানান, বয়সের শুরুতে ইংরেজি শিখলে তাদের জন্য পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের পথ খুলে যাবে।

সেখানকার ধর্মীয় নেতা সতর্ক করে দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এই জ্যেষ্ঠ শিক্ষাকর্মকর্তা।

শিক্ষকদের উদ্দেশে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ সিদ্ধান্ত বিদেশি ভাষা শেখার বিরোধী নয়। কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি শেখার মাধ্যমে শিশু, তরুণ ও যুবকদের বিদেশি সংস্কৃতি গ্রাস করছে। খামেনির কার্যালয় থেকে পরিচালিতি একটি ওয়েবসাইটে তার এ বক্তব্য পোস্ট করা হয়েছে।

এ ব্যাপারে মেহেদী নাভিদ আধম বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইংরেজি শেখা আইন ও নীতিমালার বিরোধী। তিনি আরও বলেন, এটি ভাবার কারণ এই যে, প্রাথমিক শিক্ষা ইরানি সংস্কৃতি ধারণের প্রথম ভিত্তি। একই কারণে পাঠ্যক্রমবহির্ভূত বই থেকেও ইংরেজি বাদ দেওয়া হতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে