সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৩:৫০

দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি, কলকাতায় রেকর্ড

 দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি, কলকাতায় রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ সংলগ্ন রাজ্যটির রাজধানী কলকাতার তাপমাত্রাও লাফিয়ে নামছে।

রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ সেলসিয়াসে নেমে এসেছে। এর মধ্য দিয়ে গত পাঁচ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে। সোমবারের তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুধু কলকাতাই নয়, উত্তর ও দক্ষিণবঙ্গে কনকনে শীত পড়েছে। হাড়–কাঁপানো শীতে সকালের দিকে পথঘাট থাকছে ফাঁকা। প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সন্ধ্যা নামতেই গ্রামাঞ্চলে আগুন পোহাতে বসে পড়ছেন মানু্ষ।

শীতের সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহে কাঁপছে বর্ধমান, বীরভূম, মালদা, ডায়মন্ড হারবার।আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তর ভারতসহ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের সব জায়গায় আগামী সপ্তাহেও তীব্র শীতের আমেজ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝড় চলছে। এতে সেখানে তুষারপাত হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে