সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৫:২৩

প্রস্রাব দিয়ে ফুচকার টক তৈরি! ঘটনা ভাইরাল

প্রস্রাব দিয়ে ফুচকার টক তৈরি! ঘটনা ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: ফুচকা পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। বাঙ্গালিয়ান খাবারের তালিকায় এইটা অন্যরকম চাহিদায় রয়েছে। ভারত কিংবা বাংলাদেশ দু'দেশেই সমানভাবে এই  খাবার প্রচলিত। ছোট থেকে শুরু করে বড় সবারই জিভে জল আসে ফুচকার নাম শুনে। রাস্তার পাশে ছোট-বড় হরেক রকমের দোকানেই দেখা মেলে এই ফুচকার।

আপনার পছন্দের খাবারটিতে যদি দেখেন কেউ প্রস্রাব করে দিচ্ছে, তখন কি হবে ব্যাপারটা ভাবুন তো! ২০১১ সালের ভারতের এমন একটি ঘটনা ঘটেছে যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। আবারও সেই ঘটনা ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ফুচকার তেঁতুল গোলা পানি রাখার পাত্রে প্রস্রাব করছেন বিক্রেতা। আবার সেই পানিতেই বানানো ফুচকা খাওয়ানো হয় কাস্টমারকে। যা ক্যামেরায় ধরা পড়ে। যদিও তখন সেই ভিডিওটি প্রশাসনের কাছে পাঠানো হয়েছিল এবং তারা কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। অঙ্কিতা রানে এই ভিডিওটি করেছিলেন। এরপর সেই ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে