সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৮:১১:০১

লোক দেখানো নিন্দা, জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের পক্ষে মিসর!

লোক দেখানো নিন্দা, জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের পক্ষে মিসর!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে সৌদি আরবের গোপন সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর এবার ফিলিস্তিন ইস্যুতে মিসর-ইসরাইল গোপন সম্পর্কও ফাঁস হয়ে গেছে।
 
সম্প্রতি জেরুজালেমকে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এর পর পুরো মুসলিমবিশ্ব ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।

মিসরের জনগণ রাস্তায় নেমে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসিও বলেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় সমস্যার সৃষ্টি করবে।

তবে বাস্তবে জেরুজালেম ইস্যুতে মিসরের জনগণকে ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য পরোক্ষভাবে টিভি প্রোগ্রামগুলোতে প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, এক মিসরীয় গোয়েন্দা কর্মকর্তা দেশটির জনপ্রিয় টকশো উপস্থাপকদের তাদের দর্শককে ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রচার চালানোর নির্দেশ দেন।

এ সম্পর্কিত একাধিক অডিও টেপও টাইমস কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমটি।

ওই সব অডিও টেপে শোনা যায় ক্যাপ্টেন আশরাফ আল-কোহলি বিভিন্ন প্রোগ্রামের হোস্টদের বলেন, ইসরাইলের সঙ্গে বিরোধ মিসরের জাতীয় স্বার্থে হয়নি। আর তিনি জেরুজালেম ও রামাল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলেও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, বাস্তবতা হল ফিলিস্তিনিরা ইসরাইলের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না। আর আমরা তাদের জন্য যুদ্ধে জড়াতে চাই না। আমাদের নিজেদেরই অনেক সমস্যা রয়েছে।

গত কয়েক বছর ধরে মিসর প্রশাসন সিনাইপ্রদেশে আইএসের বিরুদ্ধে লড়াই করে আসছে। সম্প্রতি সেখানকার এক মসজিদের সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় তিন শতাধিক মুসল্লির প্রাণহানি ঘটে।

এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক না থাকলেও সৌদি আরব ও ইসরাইলের মধ্যে গোপন সহযোগিতা সম্পর্ক রয়েছে বলে দাবি করে সুইজারল্যান্ডের দৈনিক বাসলার জেইটুং। ওই পত্রিকার খবরে বলা হয়, উভয় দেশের মধ্যে কোনো ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও অঞ্চলটিতে ইরানের প্রভাব ঠেকাতে সৌদি আরব ও ইসরাইল গোপন সম্পর্ক গড়ে তুলেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে