সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৮:১৭:৩১

পাকিস্তানের গুলি থেকে বাঁচতে ভারতের ১৪ হাজার বাঙ্কার

 পাকিস্তানের গুলি থেকে বাঁচতে ভারতের ১৪ হাজার বাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোলাগুলি থেকে বাঁচতে ১৪ হাজারেরও বেশি বাঙ্কার তৈরি করতে যাচ্ছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল-এলওসির কাছে এসব বাঙ্কার তৈরি করা হবে।

পাকিস্তানের সঙ্গে ভারতের ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে জম্মু–কাশ্মীরে এলওসির দৈর্ঘ্য ৭৪০ কিলোমিটার ও আন্তর্জাতিক সীমান্ত ২২১ কিলোমিটার।

সীমান্তের বাসিন্দারা অনেক দিন ধরেই বাঙ্কার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

গত বছর ভারত-পাকিস্তান বিরোধ তুঙ্গে ওঠে। এর পর পাকিস্তানি সেনাদের গোলাগুলির পরিমাণ বেড়ে যায়।

পাকিস্তানি সেনার গুলিতে ভারতের ১৯ সেনা, ৪ বিএসএফ সদস্য ও ১২ নাগরিক নিহত হয়।

এ অবস্থায় ১৪ হাজার ৪৬০টি বাঙ্কার তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ জন্য ৪১৫.৭৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

বাঙ্কারগুলোর মধ্যে ১৩ হাজার ২৯টি হবে ব্যক্তিগত। এর প্রতিটির আয়তন হবে ১৬০ বর্গফুট, যাতে আটজন থাকতে পারবেন।

অন্যদিকে ১৪৩১ যৌথ বাঙ্কার তৈরি করা হবে। এর প্রতিটির আয়তন ৮০০ বর্গফুট, যাতে ৪০ জন থাকতে পারবেন।

জানা গেছে, ৭ হাজার ২৯৮ বাঙ্কার বানানো হবে পুঞ্চ ও রজৌরি জেলার এলওসি বরাবর।

অন্যদিকে জম্মু, কাঠুয়া ও সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমানা বরাবর ৭ হাজার ১৬২ বাঙ্কার বানানো হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে