নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য অলিম্পিকে উত্তর কোরীয়দের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে এই পদক্ষেপকে জরুরি বলে মনে করছে তারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোহ কিউ-ডিওককে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা খবরটি জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পিয়ং ইয়ং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন কর্মকর্তার ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ কোরিয়া। তবে সম্প্রতি শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণে দেশটির শীর্ষনেতা কিম জং উনের আগ্রহের পর উত্তেজনা খানিকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়। মঙ্গলবার দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনায় উত্তর কোরিয়া অলিম্পিকে অংশ নেওয়ার সম্মতি জানায়। আর অলিম্পিকে উত্তর কোরীয়দের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে দেশটি থেকে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের কথা ভাবা হচ্ছে বলে জানায় সিউল।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোহ কিউ-ডিওক বলেন, অলিম্পিকে উত্তর কোরীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে যদি সিউলকে আগাম পদক্ষেপ নিতে হয় তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে মঙ্গলবার সকালে দুই কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানমুনজমে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।আগামী মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের প্রশ্নেই মূলত এবারকার আলোচনার আয়োজন করা হয়। বৈঠকের পর দক্ষিণ কোরিয়া জানায় শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে উত্তর কোরিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়াও শীতকালীন অলিম্পিকের সময় কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের প্রস্তাব দিয়েছে। লুনার নববর্ষের ছুটিতে এ পুনর্মিলনী হবে বলে আশা করা হচ্ছে। শীতকালীন অলিম্পিকের মাঝামাঝি সময়ে লুনার নববর্ষ উদযাপিত হবে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দুই কোরিয়ার ক্রীড়াবিদদের এক সঙ্গে মার্চ করারও আহ্বান জানিয়েছে সিউল। সর্বশেষ ১০ বছর আগে ২০০৬ সালে শীতকালীন অলিম্পিকে কোরীয় উপদ্বীপের পতাকা নিয়ে একসঙ্গে মার্চ করেছিল দুই কোরিয়ার প্রতিনিধিরা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস