আন্তর্জাতিক ডেস্ক: জমিতে দখলদার এবং দালালরাজ আটকাতে আইন হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে একটি ক্লাব। দালালদের গণধোলাই দেওয়ার ওই ব্যানার চোখ এড়িয়ে গিয়েছে পুলিশেরও। আর ক্লাবের ব্যাখ্যা, দালালদের ভয় দেখানোর জন্যই নাকি এমন হুমকি।
ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুরে রয়েছে ‘কালিকাপুর আগুয়ান সঙ্ঘ’। ওই ক্লাবের তরফে তাদের খেলার মাঠের চারপাশে দেওয়া হয়েছে চারটি ব্যানার। সেখানে লেখা—‘এই জমি খেলাধুলোর জন্য সংরক্ষিত, কোনওরকম দালালির শাস্তি…গণধোলাই’। ব্যানারের নীচে লেখা—কালিকাপুর আগুয়ান সঙ্ঘের নাগরিকবৃন্দ। ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম দ্বারিক বলেন, ‘‘ক্লাবের মাঠ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকজন দালাল একাধিক প্রোমোটারকে নিয়ে এসেছিল। খেলার মাঠ বাঁচাতে ওই ব্যানার দেওয়া হয়েছে।’’ কিন্তু এভাবে কি আইন হাতে তুলে নেওয়া যায়? পার্থপ্রতিমের জবাব, ‘‘গণধোলাই তো কথার কথা। কেউ আইন হাতে তুলে নেব না। দালালদের ভয় দেখাতেই গণধোলাইয়ের কথা লেখা হয়েছে।’’
স্থানীয় বাসিন্দা মঙ্গল বৈদ্য জানিয়েছেন, ওই জমিতে আগে চাষাবাদ হতো। তারপর ফাঁকা পড়ে ছিল। ওই জমি ক্লাবের মাঠ হিসাবে ব্যবহার হয়। এলাকার বাচ্চারা এখানে খেলাধুলো করে। পুরসভা সূত্রের খবর, কিছুটা সরকারি জমি এবং কিছুটা ব্যক্তিগত মালিকানাধীন জমিতে ক্লাব গড়ে উঠেছে। জমির মালিকদের অনেকেই ওই ক্লাবের সঙ্গে যুক্ত।
বাইপাসের ধারে তৈরি হয়েছে সার্ভিস রোড। কাজ চলছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোরও। ফলে জমির দাম বাড়ছে। স্থানীয় সূত্রের খবর, নথি অথবা মালিকানা নিয়ে জটিলতা রয়েছে এমন জমিকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে দালাল-রাজ।
দখল করে রাখা জমি যাতে কোনওভাবে হাতছা়ড়া না হয়, সেজন্যই কি এমন ব্যানার? স্থানীয় তৃণমূল কাউন্সিলর (১০৯ নম্বর ওয়ার্ড) অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ব্যানার দেখেছি। আইন হাতে তুলে নেওয়া যায় না। ক্লাবের সঙ্গে কথা বলব।’’ কলকাতা পুলিশের এক অফিসার জানিয়েছেন, ওই ব্যানার তাঁদের চোখে পড়েনি। তবে ব্যানারটি যাতে খুলে নেওয়া হয়, সে ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা
বলা হবে।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস