বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০১:১৪:১৭

৭.৬মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

৭.৬মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের দ্বীপপুঞ্জের কাছে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার উত্তর-মধ্য আমেরিকায় এ ভূমিকম্পের কারণে ক্যারিবীয় অঞ্চলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে উত্তরে মেক্সিকোর কুইনটানা রু রাজ্য পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর পুয়েত্রে রিকো ও যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিকের চেয়ে সমুদ্রে ঢেউ্ এক মিটার উচ্চতায় আসতে পারে বলে এতে সতর্ক করা হয়েছে।

মেক্সিকোর কুইনটানা রু রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাকালর লেকের বাসিন্দা রদ্রিগো আনায়া রদ্রিগুয়েজ জানিয়েছেন, তিনি তিনটি কম্পন অনুভব করেছেন।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে পাশ দিয়ে একটি বুলডোজার চলে গেল। এটা লম্বা সময় ছিল না তবে তীব্র ছিল।’

হন্ডুরাসের অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তা লিজানদ্রো রোসালস বলেছেন, ‘আমাদের কাছে খবর এসেছে দেশের অধিকাংশ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে আমরা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাইনি।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে