বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০২:৩২:১৪

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, মোদীকে সেন্ট্রাল ওয়াকফ বোর্ড

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, মোদীকে সেন্ট্রাল ওয়াকফ বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের মধ্যে বেকারত্বের অন্যতম কারণ মাদ্রাসাশিক্ষা। তাই অবিলম্বে মাদ্রাসাশিক্ষা নিষিদ্ধ করা উচিত দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই পরামর্শ দিল মুসলিম সংগঠন  শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লেখা এক চিঠিতে শিয়া ওয়াকফ বোর্ডের সভাপতি ওয়াসিম রিজভি জানিয়েছেন, মাদ্রাসাশিক্ষা মোল্লা ও মৌলবিদের ব্যবসায় পরিণত হয়েছে। এর পরই এক চাঞ্চল্যকর বয়ানে রিজভি প্রশ্ন করেন, এই সব মাদ্রাসা থেকে ক'টা চিকিত্সক ইঞ্জিনিয়ার বা আইএএস অফিসার বেরিয়েছে? তবে কিছু জায়গায় মাদ্রাসা থেকে জঙ্গি বেরিয়েছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

চিঠিতে দেশজুড়ে অভিন্ন শিক্ষাব্যবস্থা চালুর দাবি তুলেছে শিয়া ওয়াকফ বোর্ড। তাদের দাবি, মাদ্রাসাগুলিকে বাধ্যতামূলক ভাবে সিবিএসই পাঠক্রমের অধীনে আনুক কেন্দ্রীয় সরকার।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে