আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া বলেছে, তাদের সব পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রকে তাক করে প্রস্তুত রাখা হয়েছে। তাদের কোনো অস্ত্রই দক্ষিণ কোরিয়া কিংবা চীন ও রাশিয়ার দিকে তাক করে রাখা হয়নি। দেশটি আরও বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন সংলাপে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।
দুবছর পর দুই কোরিয়া তাদের প্রথম আনুষ্ঠানিক সংলাপ শুরু করার পর উত্তর কোরিয়া এমন ঘোষণা দিল।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুই কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানজামুনে শীতকালীন অলিম্পিক নিয়ে দুপক্ষের উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়।
আনুষ্ঠানিক সংলাপের পর পিয়ংইয়ংয়ের প্রধান আলোচক রি সন গন বলেন, আমাদের সব পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে তাক করে রাখা হয়েছে।আমরা কোনো অস্ত্রই ‘আমাদের ভাই’ দক্ষিণ কোরিয়া কিংবা চীন ও রাশিয়ার দিকে তাক করে রাখিনি।
বৈঠকে দুই কোরিয়া নিজেদের মধ্যকার সংকট সমাধানের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। সেই সঙ্গে আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে অংশ নিতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া।
এমটিনিউজ২৪.কম/এইচএস/এএস