রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৪২:৪১

‘শাড়ি নয়, মুসলিম হিসেবে বোরখা পরুন’

‘শাড়ি নয়, মুসলিম হিসেবে বোরখা পরুন’

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম নারীদের শাড়ি নয়, বাধ্যতামূলকভাবে বোরখা পরতে হবে৷ এমনই মত দিয়েছেন পাকিস্তানের জামিয়ার উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর সেনেটর মুফতি আবদুল সাত্তার৷ বিরোধী মুত্তাহিদা কোয়ামি (এমকিউএম) সেনেটর নাসরিন জালিলের পরনের শাড়ি লক্ষ্য করে এমন কটু মন্তব্য করেন তিনি৷
 
মুফতি আবদুল সাত্তার বলেন, ‘এমকিউএম-র সেনেটর জনপ্রতিনিধি নাসরিন জালিল ৷ তিনি যা পড়বেন, মানুষ তাকেই অনুসরণ করবে৷ তাই মুসলিম নারী হিসেবে তার শাড়ি পরা উচিৎ হয়নি৷ তার অবশ্যই বোরখা পরা উচিত ছিল৷ মুসলিম নারী হিসেবে তার উচিৎ ছিল শরীরের প্রতিটি অংশ ঢাকা৷ যা তিনি করেননি৷’
 
সাত্তারের দাবি, বোরখা না পড়ে টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাসরিন জালিল। হাজার হাজার মানুষ তাকে দেখেছে৷ তাদের কাছে ভুল বার্তা পৌঁছাল পোশাকের জন্য৷ পাশাপাশি, একজন নারী হিসেবে অনেক বেশি ভদ্র পোশাক তার পরা উচিৎ ছিল।
 
তবে তার এই মন্তব্যের কড়া সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ট্যুইটার জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ পোশাক নিয়ে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে বলে সমালোচনার মুখে পড়েছেন সাত্তার৷ শাড়ি অত্যন্ত ভদ্র পোশাক ও সব সম্প্রদায়ের নারীই এটি পরতে পারেন বলে দাবি উঠেছে ট্যুইটার জুড়ে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে