শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৯:৪০

হেলিকপ্টারে ধাওয়া করে ডাকাতকে গুলি

হেলিকপ্টারে ধাওয়া করে ডাকাতকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : চতুর ডাকাত ধরতে হলে চৌকশ পুলিশই দরকার। এমন নজিরই দেখালেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক পুলিশ কর্মকর্তা। তিনি হেলিকপ্টারে চড়ে এক ডাকাতকে ধাওয়া করে গুলি চালিয়ে হত্যা করেছেন।

ওই কর্মকর্তা লস এঞ্জেলেসের ফন্টানা এলাকায় শুক্রবার দুপুরে সন্দেহভাজন ডাকাতকে ধাওয়া করা শুরু করেন।

ধূসর শেভরোলেট ইউকন হেলিকপ্টারটি এ সময় রাস্তার ওপর ১০০ মাইল বেগে দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাওয়া ডাকাতকে ধাওয়া করে।

জীবন বাঁচাতে এ সময় সে উল্টো রাস্তায় ব্যক্তিগত গাড়টিঁ চালাতে শুরু করে। তাকে থামাতে হেলিকপ্টার থেকে গাড়িটিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালানো হয়।

উপায়ান্তর না দেখে ডাকাত গাড়িটি থেকে বের হয়ে পালাতে চেষ্টা করেন। আর গাড়িটি চলতে থাকে। পরে সেটি বিধ্বস্ত হয়। এ সময় গুলিতে ডাকাতের গাড়িতে থাকা আরো তিনজন আহত হন।

ডাকাতটি কিছুদূর দৌড়ে যাওয়ার পর বেহুঁশ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান। নাটকীয় এই ঘটনায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা অলিভিয়া বোজেক বলেন, ‘এটা জননিরাপত্তার বিষয়। একবার সে যখন ভুল রাস্তায় গাড়ি চালাতে শুরু করেছে সে তো অন্য যাত্রী কিংবা পথচারী অথবা আশেপাশের গাড়ির দিকে ত্রুক্ষেপ করবে না।’ সূত্র: এপি
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে