বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৩৩:৩১

মাতৃভাষা ‘বাংলা’কে কেনো এমন বাজে আচরণ করলো জাতিসংঘ?

মাতৃভাষা ‘বাংলা’কে কেনো এমন বাজে আচরণ করলো জাতিসংঘ?

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘের ওয়েব সাইটে বাংলাদেশ ও ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই নতুন করে যুক্ত করা এসব তথ্য মুছে ফেলা হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে ওই তথ্য কিভাবে মুছে গেল সে বিষয়ে সংস্থাটির তরফ থেকে কিছু জানানো হয়নি। মাতৃভাষা ‘বাংলা’কে কেনো এমন বাজে আচরণ করলো জাতিসংঘ?

১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে। পরের বছর থেকেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

১৮ বছর ধরে এই দিনটি পালিত হলেও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ওয়েবসাইটে এই দিবসের পেছনের ইতিহাস এবং ভাষা আন্দোলনের শহীদদের অবদানের বিষয়ে কোনো তথ্যই উল্লেখ করা হয়নি।

জাতিসংঘের ওয়েবসাইটে মাত্র এক বাক্যেই ভাষা আন্দোলনের সঙ্গে এটির যোগসূত্রের কথা বলা হয়েছে। নতুন করে বুধবার বাংলাদেশ ও ভাষা শহীদদের অবদানের বিষয়ে বেশ কিছু কথা উল্লেখ করা হলেও পরে তা মুছে ফেলা হয়।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে