আন্তর্জাতিক ডেস্ক : এবার বেজিং থেকে নিউ ইয়র্কের দূরত্ব অতিক্রম করতে লাগবে মাত্র ২ ঘণ্টা। অবিশ্বাস্য হলেও সত্যি। চিন সম্প্রতি একটি হাইপারসনিক হেভি বম্বার আবিষ্কার করেছে চীন। সেটি বেজিং থেকে নিউ ইয়র্ক যাবে মাত্র ২ ঘণ্টায়।
এই এয়ারক্র্যাফ্টটি হাইপারসনিক স্পিডে যাবে। অর্থাত্ শব্দের থেকে এর গতিবেগ ৫ গুণ বেশি। বিমানটি আপাতত রয়েছে চীনা মিলিটারির হাতে। এই এয়ারক্র্যাফ্টের ২টি ডানার সেট রয়েছে। চাইনিস অ্যাকাডেমি অফ সায়েন্স এটি তৈরি করেছে।
সংস্থার এক গবেষক জানিয়েছেন, "এর স্পিড হাইপারসোনিক। বেজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।"
সাধারণত কোনও বিমানের এই দূরত্ব যেতে সময় লাগে ১৪ ঘণ্টা। দুই শহরের মধ্যে দূরত্ব ৬ হাজার ৮০০ মাইল। এই এয়ারক্র্যাফ্টটি এখনও তৈরি হয়নি। কিন্তু এর কম্পিউটারাউড মডেল তৈরি হয়ে গিয়েছে। ৫ মার্চ থেকে ৭ মার্চ এর গতিবেগের পরীক্ষা চলবে বলে শোনা যাচ্ছে।
এটি দেখতে অনেকটা ইংরেজির বড় হাতের "I"-এর মতো। গবেষকদের মতে এই এয়ারক্র্যাফ্ট যেমন বোমা নিয়ে যেতে পারে, তেমনই ফুল থেকে যাত্রী, সবই নিয়ে যেতে পারে। মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফ্ট।
এর টার্গেট কখনও মিস হয় না। সেদিক থেকেও এই এয়ারক্র্যাফ্ট কার্যকরী। বিজ্ঞানীদের মতে এটি চিনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে।
এমটিনিউজ/এসএস