বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৩৭:৪২

নিজেদের আধিপত্য বিস্তারে সাগরে এবার যা করছে চীন

নিজেদের আধিপত্য বিস্তারে সাগরে এবার যা করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারে এবার পিএলএ তৈরি করছে 'Great Underwater Wall'. পাশাপাশি জাহাজ এবং সাবসারফেস সেন্সরের মধ্যে একটি নেটওয়ার্ক চীন তৈরি করছে বলেও জানা গিয়েছে।

এই বিতর্কিত এলাকায় বিদেশি জাহাজের গতিবিধি এবং অন্যান্য সাবমেরিনের ওপর নজর রাখতেও পিএলএ-র সুবিধা হবে বলে জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, চীন তার হাইনান পাওয়ার গ্রিড ইন্টার কানেকশন প্রজেক্ট সম্পূর্ণ করেছে। সাবমেরিন কেবলটি কিয়ংঝাউ স্ট্রেইট এবং হাইনান প্রদেশের লিনসি আইল্যান্ডের মধ্যে দিয়ে গিয়েছে।

তবে পিএলএ-কে তাদের গতি ১০নটস-এর মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিয়ংঝাউ স্ট্রেইটের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোনওরকম ছবিও তুলতে নিষেধ করা হয়েছে।

হাইনান স্ট্রেইটে সমস্ত বিদেশি জাহাজের প্রবেশ নিষেধ। অন্যদিকে চিনা জাহাজ সেখানে প্রবেশের ৪৮ঘন্টা আগে অনুমতি নিতে হবে। সেইসঙ্গে রাডারের ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রয়োজনে বিশেষ অনুমতিতে তা ব্যবহার করা যেতে পারে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে