আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টির মতো পড়ছে বোমা, ব্যর্থ জাতিসঙ্ঘ! বেসামরিক মানুষ তীব্রতর মানসিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। ঘৌটার এ ভয়াবহ বিপর্যয় রুখতে মানবিক সহায়তা ও জরুরি ওষুধপত্র সরবরাহের জন্য সুইডেন ও কুয়েত জাতিসঙ্ঘে প্রস্তাব উত্থাপন করেছে। সেই চুক্তির ব্যাপারেও ঐকমত্য হয়নি।
সিরিয়ায় যুদ্ধবিরতি আনতে জাতিসঙ্ঘে যে প্রস্তাব আনা হয়েছিল তা বাস্তবায়নে রীতিমতো সংগ্রাম করছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বৈঠকে অস্ত্রবিরতি নিয়ে কোনো ঐকমত্য হয়নি। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে ভোটে দিয়েছে রাশিয়া। শুক্রবার নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভোটাভুটিতেও রাশিয়া ভেটো দিয়েছে।
সিরিয়ার পূর্ব ঘৌটায় টানা ছয় দিনের সহিসংতায় ৪২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহস্রাধিক মানুষ। ২০১৩ সালের পর সিরিয়ার সরকারি বাহিনীর এটি সর্বোচ্চ প্রাণঘাতীর বিমান হামলা। ভয়াবহ এ পরিস্থিতিতে ঘৌটায় ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব আনা হয়। -এএফপি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস