আন্তর্জাতিক ডেস্ক : গভীর রাতে রাস্তার বাল্ব চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের এক পুলিশকর্মী। রাজ্যের আম আদমি পার্টির ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মী স্কুটারে চেপে নানক নগরের গুরুদ্বারের বিপরীত দিকে এসে থামেন। একটি দোকানের সামনে গাড়িটি থামিয়ে এদিক-ওদিক তাকান। এরপর একটি জ্বলন্ত বাল্ব খুলে নিয়ে স্কুটারের বুট স্পেসে ভরে নেন। এরপর আরো একটি বাল্ব খুলতে দেখা যায় তাকে।
জানা গেছে, বিকাশ খাজুরিয়া নামের ওই পুলিশ কর্মী রাজ্যের আবগারী বিভাগের সাব-ইন্সপেক্টর।
ওই রাজ্যের এক পুলিশ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দোকানের বাল্ব চুরির অভিযোগে বিকাশ খাজুরিয়াকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তিনি জানান, বিকাশ খাজুরিয়া মানসিক রোগী। আবগারী বিভাগেও তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। সূত্র : এবিপি
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম