আন্তর্জাতিক ডেস্ক: আইএস যেন পৃথিবী ধ্বংসের লীলায় নেমেছে। আইএস ও আইএসএলের হাতে প্রতিদিন প্রায় ৫০ জন করে ইরাকি সেনার মৃত্যু হয় বলে জানা যায়। ইরাকের নেইনাভা প্রদেশে চলে এই হত্যালীলা। ইরাকি সংসদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য নায়েফ আশশামারি আসসুমারিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রতিদিনে গড়ে ৫০ জন করে বেসামরিক ব্যক্তি আইএসের হাতে প্রাণ হারাচ্ছেন।
এদিকে নৈতিক মনোবল হারিয়ে ফেলায় এবং সন্ত্রাসবাদীদের মধ্যে মতভেদ জোরদার হওয়ায় ইরাকের মোসুল থেকে আইএসআইএল-এর ৮২ জন সন্ত্রাসবাদী সিরিয়ার দিকে পালিয়ে গিয়েছে। ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি বা কেডিপি’র মুখপাত্র সায়িদ মামুউজিনি এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে আইএসআইএল তাদের সাত জন নারী সদস্যকে গুলি করে হত্যা করেছে।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/