মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০৬:২৪:৫৫

কথা বলতে বলতে হঠাৎ মোবাইল ফোন ফেটে তরুণীর মৃত্যু

কথা বলতে বলতে হঠাৎ মোবাইল ফোন ফেটে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন বছর সতেরোর এক তরুণী৷ আচমকাই সেই ফোন ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার খেড়িয়াকানি জেলাতে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মৃত ওই তরুণীর নাম উমা৷ সোমবার রাতে নোকিয়া ৫২৩৩ ফোনে তিনি এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন৷ সেই সময়ই আচমকা ফোনের ব্যাটারিটি ফেটে যায়৷ আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়৷

উমার পরিবারের তরফে জানান হয়েছে, ফোনে চার্জ দেওয়ার সময়ই তিনি ফোনে কথা বলছিলেন৷ গত বছরই এই ফোনটি বাজারে আসে৷ স্বল্পদামে দুর্দান্ত ফিচার এই ফোনটির৷ যা নোকিয়াপ্রেমীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় ছিল৷

উল্লেখ্য, চীনে তৈরি হওয়া এই নোকিয়া ব্র্যান্ড ভারতে পরিচালনার দায়িত্বে রয়েছে এইচএমডি গ্লোবাল৷ কিন্তু এই নোকিয়া ফোনের ফেটে যাওয়ার ঘটনাটিতে তারা নিজেদের দায় এড়িয়ে গিয়েছে৷

প্রসঙ্গত, নোকিয়া ৫২৩৩ এখনও আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে৷ মাত্র ২,৯৯৯ রুপিতে বিক্রি হচ্ছে ফোনটি৷ সেক্ষেত্রে নোকিয়া গ্রাহকদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে