রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৫:৫১

লিবীয় উপকূল থেকে ৫ হাজার শরণার্থী উদ্ধার

লিবীয় উপকূল থেকে ৫ হাজার শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : হাজার হাজার শরণার্থী এক দেশের সীমান্ত থেকে অন্যদেশে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু দেশগুলোর সরকার এখন শরণার্থী গ্রহণে রাজি হচ্ছে না। স্লোভেনিয়া সীমান্তে আটকে পড়া শরণার্থীদের ঠেলে দিচ্ছে হাঙ্গেরির দিকে। অন্যদিকে হাঙ্গেরি ঠেলে দিচ্ছে অস্ট্রিয়ার দিকে।

এদিকে লিবীয় উপকূল থেকে এবার প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। নৌকা, রাবার বোটে চড়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী এবং ডক্টরস ইউথআউট বর্ডারসের উদ্ধারকর্মীরা কয়েকটি অভিযান চালিয়ে শনিবার প্রায় ৪ হাজার ৭০০ শরণার্থীকে উদ্ধার করে।

এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ২০টি পৃথক অভিযান চালিয়ে লিবীয় উপকূল থেকে ৪ হাজার ৩৪৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এক নারীকে মৃতাবস্থায় পাওয়া গেছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকর্মীরা।

এ ছাড়া গ্রিসের সহায়তায় পরিচালিত আরেকটি অভিযানের মাধ্যমে লিবীয় উপকূল থেকে ৩৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। একটি জাহাজে তাদেরকে ইতালির একটি বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক লাখ লোক জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। নৌকাডুবিতে প্রাণ গেছে অসংখ্য মানুষের। তারপরও যাত্রা থেকে নেই।

এর আগে লিবীয় উপকূলে ৭৫০ শরণার্থী উদ্ধার : লিবীয় উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএসএফ)।-বিবিসি
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে