মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:০৭:১৫

নরেন্দ্র মোদিকে হত্যার 'হুমকি' : গ্রেপ্তার এক

নরেন্দ্র মোদিকে হত্যার 'হুমকি' : গ্রেপ্তার এক

আন্তর্জাতিক ডেস্ক : মুহম্মদ রফিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার 'হুমকি'র অভিযোগ উঠেছে। তামিলনাড়ু থেকে মুহম্মদ রফিককে আটক করেছে পুলিশ।

মুহম্মদ রফিকের বিরুদ্ধে অভিযোগ, এক ট্রাক কনট্রাক্টরের সাথে ফোনালাপের সময় তিনি মোদিকে হত্যার 'হুমকি' দেন।  ইতিমধ্যে ফোনালাপের অডিও ক্লিপটি ভাইরাল হয়ে গেছে।

রফিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা) এবং ৫০৬(২)অপরাধমূলক ভয়) ধারায় মামলা করা হয়েছে। তাকে ৭ মে পর্যন্ত জুডিশিয়াল রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, রফিকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম ১৯৯৮ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটোর সিরিয়াল বিস্ফোরণের মামলা। ওই বিস্ফোরণে ৫৮ জন নিহত হয়েছিল। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কারাগারের সাজা ভোগ করেন রফিক। ২০০৭ সালে কারা মুক্ত হলেও তার ওপর সর্বদা নজরদারি চালাতো পুলিশ।

পুলিশ বলছে, ৮ মিনিটের টেলিফোনিক অডিও ক্লিপে শোনা গেছে, ট্রাক কনট্রাক্টর প্রকাশের সাথে কথোপকথনকালে মোদিকে হত্যার 'হুমকি' দেন রফিক। তাকে বলতে শোনা যায়, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার সিদ্ধান্ত নিয়েছি...

সূত্র: এনডিটিভি

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে