আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ নিজের মাত্রা ছাড়াচ্ছে পারদ৷ তীব্র তাপ প্রবাহ চলছে উত্তর ও মধ্য ভারত জুড়ে৷ মৌসম ভবন জানাচ্ছে এই পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন৷ পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও তেলেঙ্গানায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
গুজরাতের অনেক স্থানে এবং বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় ও উত্তর প্রদেশে কিছু অংশে তাপপ্রবাহ চলছে। উত্তর প্রদেশের মাহোবায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সারাদিন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে৷
দিল্লিতে ডিহাইড্রেশন, সানস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন দূষণের জেরে বায়ুমন্ডলে ওজোন স্তর বিপজ্জনক ভাবে কমে যাওয়ার জেরেই এই অবস্থা৷ হাওয়া অফিসের সতর্ক বার্তা আগামী ৪ দিনে দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রিরও ওপরে চলে যাবে৷ হাওয়া অফিস বলছে পশ্চিম থেকে আসা তাপপ্রবাহ ও পরিস্কার আকাশের জেরে পারদ লাফিয়ে চড়ছে বলে জানানো হয়েছে৷
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দিল্লি সংলগ্ন এলাকায়৷ ফলে হয়রানি ও গরম বাড়বে বলেই জানানো হয়েছে৷ কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে নি। আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দেওয়া হয়েছে আগামী দুদিন উত্তর এবং পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলবে। মৌসম ভবনের সূত্র অনুযায়ী তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে সেটাকে ‘প্রচণ্ড তাপপ্রবাহ’ বলে সরকারিভাবে ঘোষণা করা হয়।
তবে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা না হলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ দুপুরে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে৷ দরকারে চোখ মুখ ঢেকে, ছাতা সানগ্লাস ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস