আন্তর্জাতিক ডেস্ক: রাহুল পেশায় ট্রাক্টর চালক। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায়। একনজর দর্শনের টানে ছুটে গিয়েছিলেন প্রেমিকার দেওয়া ঠিকানায়। গ্রিল বেয়ে উঠেছিলেন চারতলায়। কিন্তু সারারাত অপেক্ষা করেও মেলেনি প্রেমিকার দেখা, বরং সকালে চোর অপবাদে দেওয়া হয় পুলিশে।
গত রোববার এ ঘটনাটি ঘটে রাজ্যের বীরভূম জেলার সিউড়ি এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে তুলে ধরা হয়েছে বিস্তারিত ঘটনা।
সংবাদমাধ্যমটি জানায়, শনিবার প্রেমিকার ফোন পেয়েই রাতে সিউড়ি এলাকায় ছুটে গিয়েছিলেন রাহুল। ফোনে পাওয়া ঠিকানা অনুযায়ী বেয়ে উঠেছিলেন একটি চারতলা বাড়ির ছাদে। কিন্তু সারা রাত অপেক্ষা করেও দেখা মেলেনি প্রেমিকার। পরে ছাদেই ঘুমিয়ে যান তিনি।
কিন্তু গোড়াতেই নাকি ছিল গলদ। ফোনে পাওয়া ঠিকানা নাকি আদতেও প্রেমিকার বাড়ির না, বরং ছিল এক অধ্যাপকের। পরদিন রোববার সকালের ওই অধ্যাপকের স্ত্রী ছাদে কাপড় মেলতে যান। গিয়ে দেখেন বেঘোরে ঘুমাচ্ছে রাহুল। অচেনা একজনকে বাড়ির ছাদে দেখে ছুটে যান ওই অধ্যাপকের ছেলে ও প্রতিবেশিরা। চোর ভেবে শুরু হয় উত্তম-মধ্যম। এর এক পর্যায়ে বের হয়ে আসে দুজনের প্রেমের গল্প।
তবে ছাদে ওঠার বিষয়ে রাহুলের অজুহাতও একেবারে ফেলে দেননি স্থানীয়রা। সবার সামনে ফোন দিতে বলেন প্রেমিকাকে। তবে ফোনে ঘটনা শোনার পর পরই ফোন কেটে দেয় ওই নারী। এর পর যা হওয়ার। রাহুলকে দেওয়া হয় পুলিশে। শেষ পর্যন্ত চোর তকমা নিয়ে সেখানেই রাত কাটাচ্ছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস