মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ০৪:১৫:৪৬

মধ্য রাতে বাড়ির সামনে গাড়ী দাঁড় করিয়ে চলছিল আসল কাজ!

মধ্য রাতে বাড়ির সামনে গাড়ী দাঁড় করিয়ে চলছিল আসল কাজ!

আন্তর্জাতিক ডেস্ক: বীরভূমের নলহাটিতে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ডিটোনেটর, ১১ হাজার জিলেটিনস্টিক ও প্রচুর পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় আটক করা হয়েছে ১ জনকে। বাজেয়াপ্ত ২ টি গাড়ি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বীরভূমের বাহাদুরপুর এলাকায় অভিযান চালায় নলহাটি থানার পুলিস। একটি বাড়ির সামনে দুটি গাড়ি থেকে বস্তা নামানো দেখে সন্দেহ হয় পুলিসের। এদিকে, পুলিসের গাড়ি দূর থেকে দেখতে পেয়েই মাল রেখে চম্পট দেয় দুই ব্যক্তি। ওই বস্তাগুলিতেই প্রচুর পরিমাণ বিস্ফোরক রাখা ছিল। 

মযে বাড়ির সামনে বিস্ফোরগুলি মজুত করা হচ্ছিল, সেই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিস। তবে ঠিক কী কারণে এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই বিস্ফোরক কি আদৌ কোথাও পাচার করা হচ্ছিল, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিস।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে