মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ০৬:৪২:৪৪

বিশ্বে এই প্রথম সমুদ্রের তলদেশে ব্যারিকেড নির্মাণ করছে ইসরায়েল!

বিশ্বে এই প্রথম সমুদ্রের তলদেশে ব্যারিকেড নির্মাণ করছে ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা সীমান্তে সমুদ্রের তলদেশে ব্যারিকেড নির্মাণ করছে ইসরায়েল। হামাসকে রুখতেই এই অবৈধ ব্যারিকেড নির্মাণ করা হচ্ছে। বিশ্বে এ ধরনের ব্যারিকেড প্রথমবারের মতো তৈরী হচ্ছে। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্যারিকেডটি হবে তিন স্তরবিশিষ্ট। ব্যারিকেডের প্রথম স্তরটি সাগরের তলদেশে, দ্বিতীয় স্তরটি অস্ত্রসজ্জিত পাথরের এবং তৃতীয়টি ঢিবি আকারের। সমুদ্রের তলদেশ দিয়ে নির্মিত ব্যারিকেডটি ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত হবে। এটি হামাসকে প্রতিরোধের জন্য ব্যবহার করা হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে চলতি বছরের শেষের দিকে ব্যারিকেডটির নির্মাণ কাজ শেষ হবে। 

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান জানান, বিশ্বে এ ধরনের ব্যারিকেড এটাই প্রথম। এটি কার্যকরভাবে সমুদ্রের মাধ্যমে ইসরায়েলে অনুপ্রবেশ ঠেকাবে। শুধু তাই নয়, হামাসের কৌশলগত আক্রমণ ব্যর্থ করবে।

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে। পূর্ব জেরুজালেমে গড়ে তুলেছে দুই লাখ ইহুদির বসতি। 
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে