আন্তর্জাতিক ডেস্ক: মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী। সাধারণ নির্বাচনে অসাধারণ জয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে রাস্ট্র ক্ষমতায় মাহাথির মোহাম্মদ। ১৫ বছর পর আবার দেশটির কান্ডারির ভূমিকায় ৯২ বছর বয়সী এই রাজনীতিক।
প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা হিসেবে ইতিহাস গড়লেন মাহাথির মোহাম্মদ। এর আগে টানা প্রায় ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
সম্প্রতি মালয়েশিয়ার জীবন্ত কিংবদন্তি এ নেতার একটি ছবি আলোচনায় এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, মাহাথির মোহাম্মদ একজোড়া কম দামী ও বাদামী স্যান্ডেল পরে একটি মসজিদে গিয়েছেন।
তার সমর্থকরা একে দেখছেন তাদের নেতা ‘মিতব্যায়ী বা সংযমের নিদর্শন’ হিসেবে। আর এটি এমন এক সময়ে আলাচিত হচ্ছে যখন মুসলামনদের কাছে সংযমের মাস বলে বিবেচিত রমজান শুরু হয়েছে।
‘আমাদের শ্রদ্ধেয় নেতা মাহাথিরের গুচি কিম্বা হেরমেসের প্রয়োজন নেই। সামান্য বাটার জুতা হলেই তার চলে।’ সোশাল মিডিয়ায় এই মন্তব্য করেছেন তার একজন ভক্ত।
কমদামী বাটা জুতা মালয়েশিয়ায় স্কুলের ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয়। এখন রাজনীতিতেও এটি মাহাথিরকে বিশেষ সুবিধা দিচ্ছে। শুধু মাহাথির নন এই প্রচারণা থেকে মুনাফাও করে নিচ্ছে বাটা কোম্পানি।
১৯৮০ ও ১৯৯০ এর দশকে মাহাথিরের প্রথম শাসনামলে প্রচুর দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল তার সরকারের বিরুদ্ধে। ফলে চার ডলারের একজোড়া জুতা পায়ে তার ছবি নিশ্চিত কোনো অর্থ বহন করে না।
আলোচনা-সমালোচনা যাই হোক মাহাথিরের সরলতা তার জনপ্রিয়তা বাড়িয়েছে। মালয়েশিয়ার নির্বাচনী প্রচারণায় একটি ভিডিওতে একটি ছোট মালয়ী বালিকাকে তিনি বলেছিলেন, আমি বুড়ো হয়ে গেছি। আমার আর বেশিদিন নেই। দেশকে পুনর্গঠনের জন্য আমাকে কিছু কাজ করতে হবে। কারণ হয়তো আমি নিজেই অতীতে কিছু ভুল করেছি, সেজন্যে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস