বুধবার, ৩০ মে, ২০১৮, ০৩:৪৫:১১

অটো চালিয়েই ৯৯% নম্বর পাওয়া আফরিনের স্বপ্ন পূরণ করবেন বাবা

অটো চালিয়েই ৯৯% নম্বর পাওয়া আফরিনের স্বপ্ন পূরণ করবেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক: ফল প্রকাশ হয়েছে দু’দিন আগে৷ রেজাল্ট হাতে পেয়েই স্বপ্ন সাজাতে ব্যস্ত পড়ুয়ারা। তবে গুজরাতের আফরিনের গল্পনা একটু আলাদা।

গুজরাত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি র্বোডের ফল প্রকাশিত হয়েছে সোমবার৷ এফ ডি হাই স্কুলের ছাত্রী আফরিন শেখ ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়৷ বাবা পেশায় অটোচালক৷
পড়াশোনা চালাতে হয় কষ্ট করেই। অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় নম্বর পাওয়াটা মোটেই সহজ ছিলনা আফরিনের।

ভবিষ্যতে ডাক্তার হতে চায় আফরিন৷ আফরিন চায় সব মানুষের সেবা করতে৷ এই ফলাফলে অত্যন্ত খুশী সে৷ আপাতত বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতে চায় আমেদাবাদের জুহাপুরা এলাকার এফ ডি হাই স্কুলের আফরিন৷

আফরিনের বাবা মহম্মদ শেখ একজন অটো চালক। স্বাভাবিকভাবেই তাঁর আয় খুবই সীমিত৷ যার ফলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে প্রায় অক্ষম তিনি৷ বাবা বলেন ‘চার জনের পরিবার, তবে আমার মেয়েকে বড় করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। আমার মেয়ে তার ইচ্ছে পূরণ করে স্বাধীন হলে আমি সব থেকে বেশি গর্বিত হব৷’

মহম্মদ শেখ আরও বলেন যে, তিনি কখনই ছেলে মেয়ের মধ্যে তফাত করেননি৷ তিনি বলেন, আফরিনের পড়াশোনার জন্য সমস্ত আর্থিক সাহায্য তিনি করবেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে