আন্তর্জাতিক ডেস্ক: ১৮ বছর হওয়ায় মরতে হল যুবককে। বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পুরুলিয়ায়৷ মৃতের নাম ত্রিলোচন মাহাত৷ বছর ১৮-র ওই যুবকের বাড়ি পুরুলিয়ার বলরামপুর ব্লকের সুপুরডি গ্রামে৷ মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন৷
বিজেপির দাবি, ত্রিলোচনকে অপহরণ করে খুন করা হয়েছে৷ এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল৷ আর এক্ষেত্রে বিজেপির হাতিয়ার মৃতদেহের কাছ থেকে উদ্ধার এক টুকরো কাগজ ও মৃতের টি শার্টে বাংলায় একটি লেখা৷ দু’টিতেই স্পষ্ট বিজেপির রাজনীতি করার জন্য প্রাণ গেল ত্রিলোচনের৷
এখনও এই ঘটনায় তৃণমূলের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷ তবে সাতসকালে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার রাজনৈতিক আবহাওয়া গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুরের ত্রিলোচন মাহাতকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ বুধবার সকালে বাড়ির কাছে একটি গাছে তাঁর মৃতদেহ ঝুলতে দেখা যায়৷ স্থানীয়দের মাধ্যমে বাড়ির লোকেরা খবর পায়৷ খবর যায় বিজেপির স্থানীয় নেতাদের কাছে৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷
স্থানীয়দের দাবি, মৃতদেহ উদ্ধারের পর সেখান থেকে একটি চিরকুঠ পাওয়া যায়৷ ওই চিরকুঠে যা লেখা ছিল, তা থেকে পরিষ্কার বিজেপি করার জন্যই তাঁকে মারা হয়েছে৷ একই বিষয় ত্রিলোচনের গেঞ্জিতেও লেখা ছিল৷
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত ভোটে পুরুলিয়া জেলার মধ্যে বিজেপি সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বলরামপুরে৷ সেখানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ফলে গণনার দিন থেকেই চাপে শাসক দল৷ বিজেপির অভিযোগ, তারই প্রতিশোধে এই খুন করা হয়েছে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস