বুধবার, ৩০ মে, ২০১৮, ০৪:২৮:৩৬

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের আকাশে রামায়ণ-মহাভারতের ঘুড়ি ওড়াবেন মোদী

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের আকাশে রামায়ণ-মহাভারতের ঘুড়ি ওড়াবেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবারই ইন্দোনেশিয়ার উদ্দ্যেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন থেকেই শুরু হওয়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় পাঁচ দিনের সফরের দিকে নজর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের৷

রাজনৈতিক আলোচনার পাশাপাশি, ইন্দোনেশিয়ার মতো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের একটি পদক্ষেপ দুদেশের সম্পর্কে যোগ করতে চলেছে নয়া মাত্রা৷ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একটি ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে ইন্দোনেশিয়ায়৷ তার থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতকে৷

প্রধানমন্ত্রীর সফর দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতিতে অন্য অধ্যায় যোগ করবে বলেই মনে করছেন কূটনীতিকরা৷ যাত্রা শুরু করার আগে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র সরকার যে পূর্বে থাকাও বা অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে চলেছে, তাকে পথ দেখাবে এই সফর৷ 

উল্লেখ্য, ২০১৭ সালে ইন্দোনেশিয়া ও ভারতের মধ্যে আমদানি রফতানির পরিমাণ প্রায় ১৭ মিলিয়ন ডলার৷ এ ছাড়া ভারতের সামরিক পণ্যের বৃহত্তম ক্রেতা ইন্দোনেশিয়া। এই বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপরে জোর দেবেন মোদী৷

প্রসঙ্গত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এই তিনটি দেশই অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের অন্তর্ভুক্ত। এটাই মোদীর প্রথম ইন্দোনেশিয়া সফর। ইন্দোনেশিয়ায় গিয়ে মোদী দেখা করবেন সেদেশের রাষ্ট্রনেতা জোকো উইদোদোর সঙ্গে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে