বুধবার, ৩০ মে, ২০১৮, ০৪:২৯:৫৯

সীমান্তে গোলাগুলি বন্ধে রাজি ভারত–পাকিস্তান

সীমান্তে গোলাগুলি বন্ধে রাজি ভারত–পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে গোলাগুলি বন্ধে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। এখন থেকে অস্ত্রবিরতি চুক্তি মেনে চলবে এ দুই বৈরী প্রতিবেশী দেশ।মঙ্গলবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এ বিষয়ে এক মত হন।

এদিন সন্ধ্যা ৬টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) ফোন করেন ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমওকে।এর পর দুপক্ষের মধ্যে দীর্ঘ আলাপে সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে দুই দেশ ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তির সব শর্ত মেনে চলবে।

এক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলে, পতাকা বৈঠক, টেলি সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। কোনোভাবেই যাতে সীমান্ত এলাকার শান্তি নষ্ট না হয় তা খেয়াল রাখা হবে বলেও দুপক্ষ একমত হয়।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে