বুধবার, ৩০ মে, ২০১৮, ০৪:৪২:৫৯

ওমানে আছড়ে পড়ল ভয়াবহ মেকুনু

ওমানে আছড়ে পড়ল ভয়াবহ মেকুনু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সোকোত্রা দ্বীপে আঘাত হানার পর ওমানের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মেকুনু। ভয়াবহ এই ঝড়ে দুই দেশ মিলিয়ে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মেকুনুর আঘাতে দোফার ও আল-উয়াস্তা প্রদেশের বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দিয়েছে। জলের নিচে তলিয়ে গিয়েছে ডজনের ওপর গাড়ি। মেকুনু বিশাল রূপ নিয়ে এগিয়ে এলেও পরের দিকে এটি দুর্বল হয়ে পড়ে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সাইক্লোন ‘মেকুনু’-র দাপটে একদিনেই তিনবছরের বৃষ্টিপাত হয়। এদিকে সাইক্লোন আসার সময় ওমানের বাসিন্দারা স্মার্টফোনের ক্যামেরায় ধরে রেখেছেন সেই দৃশ্য। হাতির শুঁড়ের মতো নেমে আসছে মাটিতে, আশেপাশে যা পাচ্ছে টেনে নিচ্ছে সেই ঘুর্ণিতে।
এমটিনিউজ২৪.কম/আরকে/টিটু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে