বুধবার, ৩০ মে, ২০১৮, ০৬:০২:০১

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত ১১

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। পরে বন্দুকধারীরা গুলিও চালিয়েছেন।বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের প্রায় দুই ঘণ্টার লড়াই চলে। এতে অন্তত ১০ জন হামলাকারী নিহত হয়েছেন।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের বাইরে প্রথমে দু'টি বিস্ফোরণ ঘটানো হয়।  এরপর অস্ত্রসহ ভবনের ভেতরে ঢুকে হামলাকারীরা।
পুলিশ বলছে, ভবনের ভেতরে ঢুকে হামলা চালানোর আগে বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে হামলাকারীরা। পরে অন্তত ১০ জন ভবনের ভেতরে প্রবেশ করে।

হামলার ঘটনায় পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে