আন্তর্জাতিক ডেস্ক: পাঁচিল টপকে লেডিস হোস্টেলে ঢুকতে গিয়ে পা ভাঙল যুবকের। মেয়েদের চিত্কার শুনে পাঁচিল টপকে পালাতে গিয়েছিল ওই যুবক। আর তাতেই বাঁধল বিপত্তি। পা পিছলে পড়ে গিয়ে পা ভাঙল কীর্তিমানের।
অভিযুক্ত যুবকের নাম লতিফুর রহমান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের হস্টেলে। জানা গেছে, হস্টেলের সীমানা পাঁচিল টপকে ক্যাম্পাসে ঢুকে পড়ে এক মত্ত যুবক। আওয়াজ পেয়ে চিতকার শুরু করে দেয় মেয়েরা। পরিস্থিতি বেগতিক দেখে পালাতে যায় লতিফুর। সেইসময়ই পাঁচিল থেকে পড়ে যায় সে। পা ভেঙে যায় লতিফুরের।
এদিকে, মেয়েদের চিত্কারে ছুটে আসে এলাকাবাসী। মদ্যপ যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন জখম যুবক। জানা গেছে, অভিযুক্ত লতিফুরের বাড়ি ধূপগুড়ির সাতভেন্ডি এলাকায়।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস