শুক্রবার, ০১ জুন, ২০১৮, ০৪:৩৪:৪৯

দুঃসংবাদ দিয়ে প্রবাসীদের জন্য নতুন আইন সৌদি সরকারের

দুঃসংবাদ দিয়ে প্রবাসীদের জন্য নতুন আইন সৌদি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: শপিং সেন্টার, শপিং মল এরকম সবরকমের দোকান সন্ধ্যা ৬ টায় বন্ধের প্রস্তাবনা দিয়েছে মজলিসে শূরা। খবর সৌদি গেজেটের।

নতুন এ প্রস্তাবে ঔষধের দোকান এবং গ্যাস স্টেশান এ নিয়েমের বাইরে রাখা হয়েছে।

মজলিসে শূরা সদস্য সায়ীদ আল মালিকী বলেন, বিভিন্ন দোকানের মতো খুচরা এই শিল্পের ১.২ মিলিয়নেরও বেশি চাকরি বিদেশী/প্রবাসী শ্রমিকদের দ্বারা দখল হয়ে আছে। কারন প্রবাসীরা দীর্ঘ সময় কাজে আগ্রহী থাকলেও সৌদি নাগরিকরা এত সময় কাজ করতে আগ্রহী হচ্ছে না। যার ফলে এই খাতে সৌদিকরণ করা যাচ্ছে না। মূলত এই আইন করে প্রবাসীদের বাদ দেয়ার চিন্তা করছে সৌদি আরব।

মালিকি বলেন- সৌদিকরণ সহজতর করতে, সন্ধ্যা ৬টায় দোকান পাট বন্ধের আইন করা জরুরি। শপিং সেন্টার এবং দোকানপাটে কাজ করা আজনবিরা ১৫-১৬ ঘন্টা কাজ করেন। ফলে তাদের বেশী পরিশ্রম করানো হচ্ছে। প্রবাসীদের সঙ্গে দীর্ঘ ডিউটিতে অভ্যস্থ নয় বলেই, সৌদিরা এসব কাজে আগ্রহী হয়না।

সন্ধ্যা ৬ টার নিয়ম কার্যকর হলে শপিং সেন্টারে কাজের পরও সৌদিরা পরিবারকে দেবার জন্য যথেষ্ট সময় পাবে বলে অভিমত দেন মালিকি! কিন্তু এর বিপরীতেও অনেকে মতামত দিচ্ছেন। বিশেষ করে দোকান মালিকরা বলছেন কাস্টমার আসেই সন্ধার পর। নতুন এই নিয়ম কার্যকর করলে প্রবাসীরা ক্ষতিগ্রস্থ হবেন।     
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে