শনিবার, ০২ জুন, ২০১৮, ০১:২৭:১৯

ল্যাপটপ চালাতে না জানলে মন্ত্রীত্ব বাতিল

ল্যাপটপ চালাতে না জানলে মন্ত্রীত্ব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রীদের বাধ্যতামূলক ল্যাপটপ চালানো শিখতে হবে। তা না হলে তারা মন্ত্রীত্ব হারাবেন বলে ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে এ ঘোষণা দেন কেপি শর্মা।

এসময় তিনি বলেন, ‘ল্যাপটপ চালানো শেখার জন্য মন্ত্রীদের ৬ মাস সময় দেয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ চালানো শিখতে ব্যর্থ হলে, তাকে পদচ্যুত করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমি এরই মধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, আমি ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রী দপ্তরকে কাগজবিহীন করব। বৈঠকের প্রোগ্রাম ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে।’ এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে সহকারীদের কাছ থেকে সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘৬ মাসের মধ্যে কেউ ল্যাপটপ চালানো শিখতে না পারলে, আমরা তাকে বিদায় জানাব। এ সময় তাকে একটা ল্যাপটপ দেব, যাতে করে সে পরবর্তী মেয়াদের জন্য ল্যাপটপ চালানো শিখতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমার সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নেপালকে তথ্যপ্রযুক্তি বান্ধব দেশে পরিণত করা।’

উল্লেখ্য, কেপি শর্মা অলি ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে