শনিবার, ০২ জুন, ২০১৮, ০৮:২৯:২৫

সাহরির জন্য ডাকাডাকি করায় ৬ জনকে আটক!

সাহরির জন্য ডাকাডাকি করায় ৬ জনকে আটক!

আন্তর্জাতিক ডেস্ক: রাতে সাহরি খেতে উঠার জন্য ডাকাডাকি করায় ৬ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

রেওয়াজ অনুযায়ী ফিলিস্তিনে কাসিদা দলের সদস্যরা রাতে সাহরিতে জাগাতে মানুষকে ডাকাকাকি করে থাকে। এসময় কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করার অজুহাতে তাদের আটক করা হয়।

অভিযোগকারিরা নাকি জানিয়েছেন কাসিদা দলের শব্দের জন্য তারা বিরক্ত। তবে অন্য কথা বলছেন কাসিদা দলের সদস্যরা। তারা জানান এটা তাদের ঐতিহ্য এটা নিয়ে অভিযোগ করলে কয়েকজন করেছে কিন্তু এখানে তো অধিবাসি অনেক।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে