শনিবার, ০২ জুন, ২০১৮, ১০:০৮:০০

যাত্রীর গায়ে ঘামের দুর্গন্ধ, বিমানের জরুরি অবতরণ!

যাত্রীর গায়ে ঘামের দুর্গন্ধ, বিমানের জরুরি অবতরণ!

আন্তর্জাতিক ডেস্ক:  ট্র্যান্সাভিয়ারের একটি বিমান স্পেনের গ্র্যান ক্যানারিয়া দ্বীপপুঞ্জে যাচ্ছিল। কিন্তু আচমকাই সেই বিমানের জরুরি-অবতরণ করাতে হয়। কারণ এক বিমানযাত্রীর গায়ের ঘামের দুর্গন্ধ। 
 
জানা গেছে, ঘামের দুর্গন্ধের জেরে বিমানের ভেতরের অনেক যাত্রী জ্ঞান হারিয়েছিলেন। অনেকে অসুস্থ হয়ে বমি করে ফেলেন। 
 
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই যাত্রী সপ্তাহখানেক স্নান করেননি, তার জেরেই এই দুর্গন্ধ।
 
তার শরীরের গন্ধ এতটাই মারাত্মক ছিল যে, ওই ব্যক্তিকে বিমানকর্মীরা শৌচাগারে গিয়ে দাঁড়াতে বলেন। তারপরই বিমানের জরুরি অবতরণ করে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে