মঙ্গলবার, ০৫ জুন, ২০১৮, ০৫:৩২:৫০

মুসলিম প্রেমিকার পরিবারের হাতে প্রাণ গেছে ছেলের, তবু ইফতারের আয়োজন!

মুসলিম প্রেমিকার পরিবারের হাতে প্রাণ গেছে ছেলের, তবু ইফতারের আয়োজন!

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম প্রেমিকার পরিবারের হাতে প্রাণ গেছে ছেলের, তবু ইফতারের আয়োজন! ছেলে অঙ্কিত সাক্সেনার মৃত্যুর পর চার মাস কেটে গেছে। তার মুসলিম প্রেমিকার পরিবারের হাতেই খুন হয়েছে সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম দিল্লির রঘুবীর নগরে। তারপরও মুসলমানদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছেন ২৩ বছর বয়সী অঙ্কিতের বাবা ইয়াসপাল সাক্সেনা।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভালোবাসা ও শান্তির বার্তা পাঠাতেই ওই ইফতারের আয়োজন করেন অঙ্কিতের বাবা। সেখানে কমপক্ষে ২০০ জন মুসলিমকে দাওয়াত করা হয়।

ইফতার আয়োজন সম্পর্কে ইয়াসপাল বলেন, ‘যারা আমার সন্তানকে হত্যা করেছে তারা মুসলিম ছিল। কিন্তু সব মুসলমানকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে আমাকে ব্যবহার করবেন না।’
তিনি আরও বলেন, ‘আমি সকলের কাছে হাত জোর করে বলছি, এই বিষয়টিকে ধর্মের সঙ্গে যুক্ত করবেন না এবং আবহাওয়াকে উত্তপ্ত করবেন না।’

গত রোববার সন্ধ্যা সাতটা নাগাদ বেশ কয়েকজন লেখক, কর্মী, ডাক্তার ও প্রতিবেশী সাক্সেনার বাড়িতে জড়ো হন। ইফতারে তাদের ফল, বিরিয়ানি এবং পানীয় পরিবেশন করা হয়।

ইয়াসপাল সাক্সেনা এনডিটিভিকে বলছিলেন, ‘যারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। তবে অনেক লোক আমাকে নিরুৎসাহিত করেছে, কিন্তু এই ইফতার সমাবেশের মাধ্যমে আমি একাত্মতা ও শান্তির বার্তা পাঠাতে চেয়েছিলাম। আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি এবং এটা তার জন্যই ছিল।’

নিমন্ত্রণ ছাড়াই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির আহমেদ নামের একজন। তিনি বলেছেন, ‘ফেসবুকে আমি ইফতার অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি এবং তখনই মহৎ উদ্দেশ্যে অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মানবতাই সব এবং এর অংশ হতে পেরে আমি অনেক আনন্দিত।’

এ প্রসঙ্গে সমাজকর্মী অঞ্জলি বারাদওয়াজ বলেন, ‘একাত্বতার বার্তা দিতেই ওই পরিবারকে উৎসাহিত এবং সমর্থন করতেই আমরা এখানে এসেছি। তারা ঘৃণার সব সীমানা অতিক্রম করেছে।’

অঙ্কিত সাক্সেনা পেশায় ফটোগ্রাফার ছিলেন। মুসলিম প্রেমিকার মা-বাবা, চাচা এবং ১৪ বছরের এক ভাই তাকে নিজ বাড়ির কাছেই ছুরিকাঘাত করে হত্যা করেন। তারা এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন।

এ ঘটনায় প্রেমিকার মা-বাবাসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আগামী জুলাইয়ে এর শুনানি অনুষ্ঠিত হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে