আন্তর্জাতিক ডেস্ক: দমদম মেট্রোস্টেশনে টিকিট কাউন্টারের সামনে চলল গুলি। গুলিতে জখম হয়েছেন ৩ জন। আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, আরপিএফের রাইফেল থেকেই ছিটকে যায় গুলি।
অন্যান্য দিনের মত শুক্রবার বিকেলেও ব্যস্ত দমদম মেট্রোর টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। ট্রেন ধরার তাড়ায় ছুটছেন প্রত্যেকেই। এমন সময়ই ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড! ডিউটি হস্তান্তরের সময় আরপিএফ কর্মীর হাত থেকে পড়ে যায় রাইফেল। তখনই অসাবধানতাবশত এসএলআর রাইফেল থেকে ছিটকে যায় গুলি। গুলিতে জখম হন উপস্থিত যাত্রীরা।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দমদম মেট্রো স্টেশনে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিসবাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস