শনিবার, ০৯ জুন, ২০১৮, ০২:২১:২৬

সৌদি আরবে অসহনীয় তাপমাত্রা

সৌদি আরবে অসহনীয় তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অসহনীয় তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ করেছে সৈদি সরকার।

আগামী ১ শাওয়াল ১৪৩৯ হিজরী মোতাবেক ১৫ জুন ২০১৮ খ্রিঃ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তিন মাস সৌদি আরবে তাপমাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

তাই, সৌদির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করে।

এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ১৫/০৭/১৪৩৫ হিজরী তারিখের প্রজ্ঞাপন নং- ৩৩৩৭ এর কথা স্মরণ করিয়ে দেন সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের মূখপাত্র আবা আল খাইল।

তিনি সকল নিয়োগ কর্তাকে অবিলম্বে এই নির্দেশ পালন নিশ্চিত করতে বলেছেন।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে তিনি বলেছেন, তেল ও গ্যাসক্ষেত্রসহ জরুরি ব্যবস্থাপনা বিভাগে যারা কর্মরত তারা এ নির্দেশের বাইরে থাকবেন। তবে তাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষায় অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

এ ছাড়া সৌদি আরবের যেসব এলাকায় তাপমাত্রা কম সেখানেও এ নির্দেশ কার্যকর হবে না।

খাইল বলেন, মন্ত্রণালয় বেসরকারি খাতে যারা কর্মরত তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ সৈদি সরকার। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করতে চান তারা।

তিনি জানান, নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত হতে বিভিন্ন অঞ্চলের কাজের স্হান পরিদর্শন করবে মন্ত্রণালয়।

কোথাও এই নির্দেশ অমান্য হলে ১৯৯১১ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে বলেন, খাইল। 
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে