শনিবার, ০৯ জুন, ২০১৮, ১০:৩৪:৫৯

হাজিরা শেষে আদালত থেকে বেরিয়েই প্রেসিডেন্টের 'উদ্দাম' নাচ

হাজিরা শেষে আদালত থেকে বেরিয়েই প্রেসিডেন্টের 'উদ্দাম' নাচ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি দুর্নীতি মামলায় হাজিরা দিতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৬)। আদালতে হাজিরা শেষে বেরিয়ে এসেই তিনি বাইরে উপস্থিত থাকা সেনাদের সঙ্গে নাচ শুরু করে দেন। ডারবান উচ্চ আদালতে গেল শুক্রবার এমন ঘটনা ঘটিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগে ১৬টি মামলায় এখন বিচারের মুখোমুখি জ্যাকব জুমা। গেল ৯০ দশকে উপ রাষ্ট্রপতি থাকার সময় আড়াইশো কোটি ডলারের অস্ত্র কেনা হয়। এই অস্ত্র কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয় জুমার বিরুদ্ধে। সেই মামলায় শুক্রবার তিনি আদালতে যান।

আদালতে শুনানি চলার সময় বাইরে হাজারো সমর্থক উপস্থিত হয়ে স্লোগান দিচ্ছিল। আদালত থেকে বের হয়ে সেখানেই তিনি নেচে, গেয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে